
ইসলামিক গান নিয়ে ফিরলেন আরফিন রুমি
মে ৩, ২০২১জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি ইসলামি দিক-নির্দেশনার প্রতি বেশ মনোযোগী। নিয়মিত গানের পাশাপাশি ইসলামি গান করেও প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এবার তিনটি ইসলামি গান প্রকাশ করেছেন এই গায়ক। রোববার (২ মে) নিজের ইউটিউব চ্যানেলে রুমি প্রকাশ করেন চলতি সময়ে নিজের তৃতীয় ইসলামিক গান ‘তোমার ধ্যান’।
এর আগে ১৮ এপ্রিল প্রকাশ করেছিলেন ইসলামিক গান ‘রামাদান’। এছাড়া ৯ এপ্রিল প্রকাশ করেছিলেন ‘নামাজের বেলা যায়’। তিনটি গানেরই কথা-সুর ও সংগীতায়োজন করেছেন রুমি নিজেই।
আরফির রুমি জানান, চলতি বছর এ পর্যন্ত তিনটি আধুনিক গান প্রকাশ করেছেন তিনি। এগুলো হলো-‘আমার জীবন’, ‘প্রাণ পাখি’ এবং ‘তোমাকে চায় মন’। প্রকাশের জন্য আরও কিছু নতুন গানের কাজ করছেন।