
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন আবুল হায়াত
এপ্রিল ৭, ২০২১করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত। তবে আগের চেয়ে তার শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় মঙ্গলবার (৬ এপ্রিল) হাসপাতালে থেকে বাসায় ফিরেছেন তিনি।
জানা গেছে, এখনও করোনা পজিটিভ আবুল হায়াতের। তবে শঙ্কামুক্ত তিনি। চিকিৎসকরা প্রয়োজনীয় ঔষধ দিয়েছেন সেগুলো বাসাতে ঠিক মত খেলে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি। তবে তাকে বাসায় আইসোলেশনে থাকতে হবে।
প্রসঙ্গত, করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর গত ৩১ মার্চ রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তাকে দুই দফায় প্লাজমা দেওয়া হয়।