
হাসপাতালে ভর্তি হাবিব ওয়াহিদ
এপ্রিল ৪, ২০২১ফুসফুসের সংক্রমণে ভুগছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন জনপ্রিয় এই তারকা।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ চক্রবর্তী জানান, ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন হাবিব। এখন তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।
দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদের ছেলে হাবিব ওয়াহিদ। তবে নিজস্ব ঘরণার গান দিয়ে শ্রোতাপ্রিয় হয়েছেন হাবিব।