
‘সীমিত পরিসরে বিয়ে’ করলেন শামীম আর সারিকা
এপ্রিল ২১, ২০২১এ সময়ের অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী সারিকা সাবাহ ‘ফ্যামিলি ক্রাইসি’ নাটকে অভিনয় করে দর্শকপ্রিয় হয়েছেন। এনটিভিতে প্রচার হওয়া নাটকটিতে রায়হান ও ঝুমুর চরিত্রে দেখা গেছে তাদের। নাটকটিতে বিয়েও হয় তাদের।
তবে এবার করোনা পরিস্থিতির মাঝেই ‘সীমিত পরিসরে বিয়ে’ নামের নাটকে অভিনয় করলেন এই জুটি। মনসুর আলম নির্ঝরের নির্দেশনায় নাটকটির শুটিং শেষ হয়েছে।
করোনাকালীন একটি সম্পর্ককে বাস্তবে পরিণত করার গল্প উঠে এসেছে নাটকটিতে। আসছে রোজার ঈদে একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে।