
শুধু পাস্তা খেয়েই আট কেজি ওজন বাড়িয়েছিলেন কারিনা
এপ্রিল ২৩, ২০২১বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম কারিনা কাপুর। এই অভিনেত্রী দ্বিতীয় সন্তান জন্মের পর প্রথমবারের মতো একটি শোতে অংশ নিয়েছেন। রান্না বিষয়ক এই অভিনেত্রী জানান, শুধু পাস্তা খেয়ে আট কেজি ওজন বাড়িয়েছিলেন।
কারিনা কাপুর বলেন, ২০১৯ সালে ছুটি কাটাতে ইতালি গিয়েছিলাম। কিছুদিন ফ্লোরেন্সের তুস্কেনিতে ছিলাম। ওখানে বিশ্বের সেরা ব্রিক ওভেন পাস্তা হয়। দিন-রাত পাস্তা খেতাম। তারপর আট কেজি ওজন বাড়িয়ে বাড়ি ফিরেছিলাম। এরপর শুরু করলাম কঠোর ব্যায়াম। দ্রুত বাড়তি ওজন ঝরিয়ে কাজে ফিরেছিলাম।
প্রসঙ্গত, গেল ফেব্রুয়ারির ২১ তারিখে দ্বিতীয় সন্তানের মা হন কারিনা।