
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কবরীর জন্য আইসিইউ প্রয়োজন
এপ্রিল ৮, ২০২১অভিনেত্রী সারাহ বেগম কবরী করোনায় আক্রান্ত। বর্তমানে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার দিবাগত রাতের শেষ দিকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর প্রয়োজন।
কবরীর সহকারী নূর উদ্দিন জানান, এ হাসপাতালে আইসিইউ বেড খালি নেই। যত দ্রুত সম্ভব ম্যাডামকে আইসিইউ সাপোর্ট দিতে হবে। শেষ রাত থেকে তার অক্সিজেন লেভেল বেশ ওঠানামা করছে। সরকারের উচ্চপর্যায়ে যারা আছেন, তারা যদি ম্যাডামের চিকিৎসার ব্যাপারে আলাদাভাবে নজর দিতেন, তাহলে আমরা কিছুটা শক্তি ও সাহস পেতাম। ভীষণ অসহায় লাগছে। ম্যাডামকে এভাবে দেখতে খুব কষ্ট লাগছে।
খুসখুসি কাশি ও জ্বরে আক্রান্ত হলে করোনার উপসর্গ পারিবারিক চিকিৎসকের পরামর্শমতো নমুনা পরীক্ষা করানো হয়। এরপর রিপোর্ট পজিটিভ আসে। গত ৫ এপ্রিল রাতে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।