
রণবীরের পর আলিয়াও করোনায় আক্রান্ত
এপ্রিল ২, ২০২১প্রেমিক রণবীর কাপুরের পর এবার করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বৃহস্পতিবার (১ এপ্রিল) ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লিয়েজের সাধারণ সম্পাদক অশোক দুবে বিষয়টি নিশ্চিত করেছেন।
পরবর্তীতে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজেও আক্রান্ত হওয়ার খবরটি জানিয়েছেন আলিয়া। তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে বাড়িতে আইসোলেশনে আছেন। চিকিৎসকের পরামর্শ এবং সরকারের পক্ষ থেকে জারি সব স্বাস্থ্যবিধি মনে চলছে তিনি।
কিছুদিন আগেই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন রণবীর কাপুর। গত ৯ মার্চ রণবীরের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।