
নিজেকে গাধা দাবি করলেন সাবিলা নূর
এপ্রিল ৬, ২০২১ছোটপর্দার অভিনেত্রী সাবিলা নূর। নিয়মিত নাটকে অভিনয় করছেন তিনি। সম্প্রতি শেষ করেছেন বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং। এরই মধ্যে শেষ করেছেন আসন্ন ঈদের বেশ কয়েকটি নাটকের কাজও।
এই অভিনেত্রী এক সাক্ষাতকারে নিজেকে গাধা দাবি করে বলেন, ‘যখন একদম ছোট, স্কুলে পড়তাম, তখন বন্ধুরা আমাকে সাবলা বলে ডাকত। কারণ, আমি তখন একটু গাধা টাইপের মেয়ে ছিলাম। আমি সব সময় চাইতাম, বন্ধুদের সাহায্য করতে। পরীক্ষার হলে বন্ধুদের খাতা খুলে দেখাতাম।’
সাবিলা বলেন, ‘এখনো গাধাই আছি। সবাই আমাকে এখনো গাধাই বলে। মায়ের মতে, আমি পৃথিবীর সবচেয়ে বড় গাধাদের একজন। স্বামীর মতেও আমি অসম্ভব রকমের গাধা একটা মেয়ে।’