
ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ
এপ্রিল ১২, ২০২১বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন সারবিশ্বের এমন মানুষদেরকে সম্মানজনক ডক্টরেট ডিগ্রি প্রদান করে আসছে ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি। এবার সম্মানজনক ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন বাংলাদেশের ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম এমপি।
জানা গেছে, শনিবার (১০ এপ্রিল) এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডঃ পি ম্যানুয়েল তাকে ‘ডক্টর অব মিউজিক’ পদকে ভূষিত করেন।
মমতাজ বেগম পৃথিবীতে একমাত্র শিল্পী যার আট শতাধিক প্রকাশিত গানের অ্যালবামের বিশ্ব রেকর্ড। দেশ-বিদেশের অনেক সম্মাননা পেয়েছেন। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও রয়েছে তার ঝুলিগে। সমাজ সচেতনতামূলক গানে তিনি ইতিবাচক মানসিক উন্নয়নে অবদান রেখে চলেছেন। এইসব কারণেই তাকে এবছর ‘ডক্টর অব মিউজিক’পদকে ভূষিত করা হয়েছে বলে জানিয়েছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।