
গৃহিণীর দ্বন্দ্ব নিয়ে সেলিম-রুনা
এপ্রিল ১, ২০২১পৃথিবীর সব মানুষেরই কিছু প্রবল ইচ্ছা, আকাঙ্খা ও স্বপ্ন থাকে। তবে নিষ্ঠুর সমাজ বাস্তবতার দোহাই দেখিয়ে বারবার সেই স্বপ্নকে হত্যা করার চেষ্টা করে। এমনই এক সমাজের সঙ্গে সংসারের মায়া জালে আটকে পড়া এক সাধারন গৃহিণীর দ্বন্দ্ব নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আয়েশার সমুদ্র যাত্রা’।
এ চলচ্চিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও অভিনেত্রী রুনা খান। এছাড়াও অভিনয় করেছেন মৃত্তিকা হক, অমৃতা সাহা এবং নবনীতা। এটি চিত্রিত হয়েছে ঢাকা ও বরিশালের বিভিন্ন লোকেশনে।
স্প্ল্যাশ প্রিমিয়ারের প্রযোজনায় বৃহস্পতিবার (১ এপ্রিল) মুক্তি পেতে যাচ্ছে ‘আয়েশার সমুদ্র যাত্রা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। যার নির্মাণে রয়েছেন প্রদীপ্ত সাহা। পরিবেশনায় রয়েছে বীরপুরুষ ফিল্মস।
‘আয়েশার সমুদ্র যাত্রা’ দেখতে পাওয়া যাবে বাংলা গান, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে কাজ করা প্রযোজনা প্রতিষ্ঠান স্প্ল্যাশ প্রিমিয়ারের ইউটিউব চ্যানেলে।