
গানচিত্রে মাশরাফি-বিপাশা হায়াত
এপ্রিল ১, ২০২১গানচিত্রে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা তারকা মাশরাফি বিন মর্তুজার সঙ্গে দেখা যাবে অভিনেত্রী-নির্মাতা বিপাশা হায়াতকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন এ আই রাজু।
‘সব্বাই সবার মতনই’ শিরোনামের এ গানটির কথা, সুর ও সঙ্গীত করেছেন কলকাতার রূপম ইসলাম। অটিজম শিশুদের নিয়ে সচেতনতামূলক এই আয়োজনের সমন্বয় করেছেন রাজু নিজেই।
কণ্ঠশিল্পী এ আই রাজু বলেন, অটিজম মানুষের কল্যাণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই মিউজিক্যাল ড্রামাটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। এতে এসডব্লিউএসি এবং বিউটিফুল মাইন্ড স্কুলের বিশেষ-চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অভিনয় করেছেন। কথা ও সুরের মধ্যে একটি যথাযথ বার্তা দেয়ার চেষ্টা করেছি।
গানের শুরু ও শেষে দুটি বক্তব্য দিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও অভিনয়শিল্পী বিপাশা হায়াত। ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার সৌমিক রায় চৌধুরী।
রাজু জানান, কাজটিতে সহযোগিতা দিয়েছে প্রেরণা ফাউন্ডেশন, ওয়ান কালচার ফাউন্ডেশন, সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) ও অটো ক্রপ কেয়ার। আগামী শুক্রবার (২ এপ্রিল) বিশ্ব অটিজম সচেতনতা দিবসে এটি ইউটিউবে উন্মুক্ত হবে।