
কবে মুক্তি পাচ্ছে ‘অপারেশন সুন্দরবন’?
এপ্রিল ২, ২০২১সুন্দরবনের জলদস্যুমুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। সিনেমাটি নির্মাণ করেছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপন।
২০১৯ সালের ডিসেম্বরে শুরু হয় সিনেমাটির শুটিং। করোনাভাইরাসের কারণে কয়েক ধাপে হয় দৃশ্যধারণের কাজ। সম্প্রতি শেষ হয়েছে সিনেমার ডাবিংয়ের কাজ।
নির্মাতা দীপংকর দীপন বলেন, ‘চলতি সপ্তাহে শেষ হয়েছে সিনেমার ডাবিং। এখন প্রিভিউ দেখে কারেকশন করছি।’
সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, সিয়াম আহমেদ, রোশান, নুসরাত ফারিয়া, শতাব্দী ওয়াদুদ, তাসকিন রহমান, মনোজ প্রামাণিক, সামিনা বাশার, দীপু ইমাম, শেখ এহসানুর রহমান, শাকিলা পারভীনসহ আরও অনেকে।
র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড প্রযোজিত সিনেমাটি মুক্তির বিষয়ে নির্মাতা বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আসছে ঈদে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেয়া হবে।’