
এবার ইফতারের ছবি পোস্ট করলেন নুসরাত
এপ্রিল ২৯, ২০২১বিতর্ক যেন পিছু ছাড়ছে না টালিউড অভিনেত্রী ও ভারতীয় তৃণমূল সাংসদ নুসরাত জাহানের। ব্যক্তিগত জীবন, রাজনীতি ও ফিল্ম ক্যারিয়ার নিয়ে কঠিন সময় পার করছেন তিনি। তৃণমূলের হয়ে মাঠ ধরে রাখার পাশাপাশি শোবিজ দুনিয়া থেকে নিজেকে বিরতি দেওয়ার সুযোগ নেই।
এবার ইনস্টাগ্রাম স্টোরিতে ইফতারের সাজানো থালা হাতে ধরে মেকআপহীন ছবি পোস্ট করেন নায়িকা। সাদা ওড়নায় মাথা ঢাকা, সোফার উপর হাসি মুখে বসে আছেন তিনি।
জানা গেছে, প্রতিবছরই নিয়ম মেনে রোজা পালন করেন নুসরাত। এই নায়িকা সর্বধর্ম সমন্বয়ের আদর্শে বিশ্বাসী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সুরে সুর মিলিয়ে তিনি বারবার বলে থাকেন, ধর্ম যার যার, উৎসব সবার।