
ইরফান খানের চলে যাওয়ার এক বছর
এপ্রিল ২৯, ২০২১এরই মধ্যে কেটে গিয়েছে একটি বছর। গত বছর আজকের এই দিনে অর্থাৎ ২৯ এপ্রিল সবাইকে ছেড়ে চলে যান জনপ্রিয় বলিউড অভিনেতা ইরফান খান। চোখের জলে তাকে বিদায় জানিয়েছিল তার পরিবার থেকে শুরু করে সমগ্র বিশ্ববাসী।
ইরফান খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গেল বছর ২৯ এপ্রিল মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুর আগে তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। ওই বছরের ২৮ এপ্রিল রাতে কোলন ইনফেকশন সমস্যা নিয়ে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ইরফান।
সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। তবে সে যাত্রায় আর শেষ রক্ষা হয়নি। কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান জাদরেল এই অভিনেতা।
দীর্ঘদিনের ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় দর্শকের মন ভরিয়েছেন তিনি। হিন্দি ভাষা ছাড়াও বিশ্বের নানান ভাষার সিনেমাতে তাকে দেখা গেছে।
ইরফান খান হলিউডের অস্কারজয়ী ‘লাইফ অফ পাই’য়ের মতো সিনেমাতে অভিনয় করেছেন। আবার তাকে দেখা গেছে বাংলাদেশি সিনেমায়ও। তিনি মোস্তফা সরওয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন।