
অবকাশ যাপনে আমেরিকা যাচ্ছেন তৌকীর আহমেদ
এপ্রিল ৯, ২০২১জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। করোনা মহামারির মধ্যেই এই অভিনেতা আবারও অবকাশ যাপনে আমেরিকা যাচ্ছেন। সেখানে তার স্ত্রী বিপাশা হায়াত দুই সন্তানসহ বসবাস করছেন।
মূলত সেখানে স্থায়ী হওয়ার পরিকল্পনা নিয়েই অবস্থান করছেন তারা। সন্তানদের ওখানকার স্কুলে গত বছর ভর্তিও করিয়েছেন। তাই তাদের সঙ্গ দিতেই ঈদের আগেই আমেরিকায় যাচ্ছেন বলে জানা গেছে।
এদিকে গত ২৬ মার্চ তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ সিনেমাটি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। সিনেমার জন্য দর্শকের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পেয়েছেন তিনি। এরই মধ্যে পরবর্তী সিনেমা নির্মাণের জন্যও প্রস্তুতি শুরু করেছেন তৌকীর।
তার পরিচালনায় নির্মিত ‘রূপালী জোছনায়’ নামের একটি ধারাবাহিক নাটক চ্যানেল আইতে প্রচার হচ্ছে। এদিকে অভিনয়েও ব্যস্ততা আছে তার।