
‘সুপার সোল’ টকশোর অতিথি প্রিয়াঙ্কা চোপড়া
মার্চ ১৯, ২০২১ওপরা উইনফ্রের বিখ্যাত টিভি শো ‘সুপার সোল’। যা বিশ্বব্যাপী পরিচিত। এবার ‘সুপার সোল’ টক শোতে অতিথি হবেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
এরই মধ্যে সেই এপিসোডের ছোট্ট একটি টিজার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এতে দেখা গেছে, প্রিয়াঙ্কার লেখা প্রথম বই ‘আনফিনিশড’ নিয়ে প্রশ্ন করেছেন ওপরা।
প্রিয়াঙ্কা বলেছেন, লকডাউন আমাকে বাধ্য করেছে কলম ধরতে। তিরিশে যতটা আত্মবিশ্বাস রয়েছে, কুড়ি বছরে তেমনটা ছিল না। তখন যেভাবে নিরাপত্তাহীনতায় ভুগতাম, সেসব অনেক দূরে ফেলে এগিয়ে এসেছি। আমার মনে হয়েছে তার সবটা আমার তুলে ধরা উচিত।
টিজার দেখেই আগ্রহ বেড়েছে ভক্তদের। বলিউডের রাজনীতির শিকার হয়েছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু তারপরেই বিশ্বদরবারে যেভাবে তিনি খ্যাতি অর্জন করেছেন এতে উচ্ছ্বসিত তারে ভক্তরা। আন্তর্জাতিক মহলেও তাকে নিয়ে এখন বেশ চর্চা হয়।
এদিকে, সম্প্রতি অস্কার মনোনয়নের তালিকা ঘোষণা করার দায়িত্ব পালন করেছেন। তারপরেই ওপরা উইনফ্রের টক শো। মনে হচ্ছে, ফের ছক্কা হাঁকাবেন।