
সাইকোলজিকাল থ্রিলার সিনেমায় সজল
মার্চ ২৩, ২০২১‘ব্যাচ ২০০৩’ নামের নতুন সিনেমায় অভিনয় করলেন অভিনেতা আব্দুন নূর সজল। সোমবার (২২ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির ফাস্ট লুক শেয়ার করেছেন সজল। সিনেমাটির চিত্রনাট্য লেখার পাশাপাশি পরিচালনা করেছেন পার্থ সরকার। গল্প লিখেছেন রাফায়েল আহসান।
সিনেমাটির বিষয়ে সজল বলেন, লম্বা প্রি প্রোডাকশনের পর গত ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু করি। এ ধরনের চরিত্র এর আগে করিনি। চরিত্রটি ধারণ করতে শুটিংয়ের আগে দীর্ঘদিন অন্য কোনো নাটক বা সিনেমার কাজ করিনি। দর্শক আমাকে এখানে একদমই নতুনভাবে দেখতে পাবেন।
পরিচালক পার্থ সরকারের প্রথম সিনেমা ‘ব্যাচ ২০০৩’। তিনি বলেন, সাইকোলজিকাল থ্রিলার ঘরানার সিনেমা এটি। আমরা খুব যত্ন নিয়ে বানানোর চেষ্টা করেছি। বাকি কলাকুশলী এবং অন্য তথ্য শিগগিরই জানাবো।
ক্ল্যাপবোর্ড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘ব্যাচ ২০০৩’। জানা গেছে, দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে সিনেমাটি।