
শুরুটা শখে হলেও বাণিজ্যিক চিন্তা করছেন পূজা
মার্চ ২৯, ২০২১তারকাদের ইউটিউব চ্যানেল নতুন কিছু নয়। দেশীয় তরকাদের মধ্যে আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ থেকে শুরু করে অনেকেই ইউটিউব চ্যানেল খুলেছেন। সেই তালিকায় এবার যোগ হলেন পূজা চেরি।
তবে শখের বসে চ্যানেল করলেও বাণিজ্যিক চিন্তা ভাবনাও করছেন পূজা। চ্যানেলটি থেকে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, নাটক, গান সব রকমের কনটেন্টই প্রকাশ করবেন বলে জানান।
পূজা বলেন, করোনার প্রাদুর্ভাব আবার বেড়েছে। অনেকেই আবার গৃহবন্দি অবস্থায় ফিরে গেছে। তাদের বিনোদন দরকার। আমি ঘরে বসেই তাদের কাছে বিনোদন পৌঁছে দিতে চাই। এর মধ্যে বেশ কয়েকজন পরিচালক ও কাহিনীকারের সঙ্গে কথা বলেছি। খুব শিগগির শুরু করব কনটেন্ট নির্মাণ।
পূজা চেরি জানান, সামনের ঈদে দর্শকরা এই চ্যানেল থেকে কনটেন্ট পাবে।