
লাইফ সাপোর্টে নায়ক শাহীন আলম
মার্চ ৮, ২০২১দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন চলচ্চিত্র অভিনেতা শাহীন আলম। সমস্যা গুরুতর আকার ধারণ করায় রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানি।
ওমর সানি বলেন, শাহীন আলম আমার বন্ধু। একসঙ্গে পথ চলা আমাদের। অভিনয়ে অসাধারণ। কিছুদিন আগে ওকে দেখতে গিয়েছিলাম। শুনলাম ওর কিডনি দুইটাই বিকল, ডায়ালাইসিস করছে বেশ কিছুদিন ধরে।
গতকাল ওর ছেলে ফোন দিয়েছিল শুধু বললো-আঙ্কেল বাবা লাইফ সাপোর্টে, করোনা পজিটিভ। নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছিলো এমনিতেই কিডনি চিকিৎসায় ব্যয়বহুল ব্যাপার তারপর লাইভ সাপোর্ট। ওর পরিবারের অবস্থা ভালো। কিন্তু এইভাবে খরচ হলে রাজার ভাণ্ডারও তো শেষ হয়ে যায়। আল্লাহকে বলি, তুমি সুস্থতা দান করো, বন্ধুকে ফিরিয়ে দাও।
শাহীন আলম ১৯৮৬ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান। তার অভিনীত প্রথম সিনেমা মায়ের কান্না ১৯৯১ সালে মুক্তি পায়। এর পরে বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি।
বর্তমানে চলচ্চিত্র থেকে দূরেই রয়েছেন শাহীন আলম। নিজের ব্যবসা-বাণিজ্য নিয়েই ব্যস্ত ছিলেন ঢালিউডের এই অভিনেতা।