
রহস্যময় দৃষ্টিতে বাঁধন
মার্চ ২২, ২০২১সৃজিত মুখার্জির ওয়েব সিরিজে অভিনয় করে নতুন করে আলোচনায় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অনেকে জল্পনা কল্পনা শুরু করেছিলেন বাঁধনকে পর্দায় কেমন দেখাবে। অবশেষে দেখা মিললো সৃজিতের ওয়েব সিরিজে বাঁধনের।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচই ‘নতুন গল্প হয়ে যাক’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানেই প্রথমবার দেখা গেছে বাঁধনকে। ভিডিওতে দেখা যাচ্ছে, বাঁধন খোলা চুলে ডিভাইনের ওপর বসে আছেন। তার পরনে শাড়ি। তাকিয়ে আছেন রহস্যময় দৃষ্টিতে।
এই দৃশ্য নিয়ে বাঁধন জানান, গল্প ও চরিত্রের জন্য তিনি পর্দায় এভাবেই ভিন্নরূপে নিজেকে তুলে ধরছেন। তার চরিত্রের নাম মুসকান।
নাজিম উদ্দিনের লেখা ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি। এতে তার সঙ্গে অভিনয় করেছেন অঞ্জন দত্ত, বলিউড তারকা রাহুল বোসসহ অনেকে।