
মৌরিতা জুঁই’র নতুন
মার্চ ৪, ২০২১এই সময়ের মডেল-অভিনেত্রী মৌরিতা জুঁই নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন। ‘পিকচার বাজ’ নামের একটি খণ্ড নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সুজন হাবিব, গোলাম কিবরিয়া তানভীরসহ অনেকে।
এ ব্যাপারে মৌরিতা জুঁই বলেন, ‘পিকচার বাজ’ নামটি বলে দেয় যে এটি সমসাময়িক গল্প নিয়ে নির্মিত। কাহিনী খুব ভালো লেগেছে আমার। গল্পে হাস্যরসের পাশাপাশি সিরিয়াস বিষয়ও থাকছে। নাটকটিতে দর্শকরা ভিন্নতা খুঁজে পাবেন।
তিনি আরও বলেন, একজন নতুন অভিনয়শিল্পী হিসেবে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আগামীতে দর্শকদের আরও ভালো ভালো নাটক উপহার দিতে পারবো বলে আমার বিশ্বাস।
‘পিকচার বাজ’ নাটকটি পরিচালনা করেছেন পিকু হাসান। শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে জানান পরিচালক।
এর বাইরে মৌরিতা জুঁই অভিনীত শেষ ট্রেন, টিপ সই, ইমোশনসহ বেশ কিছু নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে।