
মাথা টাক কেন রণবীরের?
মার্চ ৪, ২০২১যে কোনো চরিত্রে খুব সহজেই খাপ খাইয়ে নিতে পারেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। আবারো তার প্রমাণ দেখা মিললো। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নতুন লুকের ছবি ভাইরাল হয়। যেখানর মাথা টাক নিয়ে ছবি শেয়ার করতে দেখা যায় রণবীরকে।
ছবিটির বিষয়ে জানা গেছে, একটি বিজ্ঞাপনের প্রয়োজনেই নতুন লুকে হাজির হয়েছেন রণবীর কাপুর।
যদিও রণবীর কাপুরের নিজস্ব কোনো সোশ্যাল হ্যান্ডেল নেই। তবে তার ফ্যান পেজের পক্ষ থেকে শেয়ার করা হয় ছবিটি। যা শেয়ারের পর এখন ভাইরাল।
তবে বিষয়টি নিয়ে মুখ খুলেননি রণবীর। পাশাপাশি তিনি ছবির জন্য টাক হননি, শুধুমাত্র বিজ্ঞাপনের জন্যই নতুন লুকে হাজির হন, তা দেখেও অবাক ভক্তরা।