
মরণোত্তর চক্ষুদানের আহ্বান মেহরীনের
মার্চ ১৯, ২০২১সংগীতশিল্পী মেহরীন মাহমুদ ২০০৬ সাল থেকেই মরণোত্তর চক্ষুদান কর্মসূচির সাথে জড়িত। সে বছর তিনি নিজেই মরণোত্তর চক্ষুদানের চুক্তি স্বাক্ষর করেন সন্ধানীর সঙ্গে। এরপর থেকে গত ১৫ বছর ধরে দৃষ্টিহীনদের দৃষ্টি ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন মেহরীন।
এবার মরণোত্তর চক্ষুদানে এগিয়ে আসার আহ্বান মেহরীন। মূলত ‘অন্যের চোখে বাঁচি’ (মরণোত্তর চক্ষুদান) নামের একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে এই আহ্বান জানান তিনি। সেখানে মরণোত্তর চক্ষুদানের আহ্বান জানিয়ে মেহরীনের ছবি সম্বলিত একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে।
পোস্টে লেখা হয়েছে, মৃত্যুর পর আমাদের চোখ দুটো নষ্ট না করে দুইজন অন্ধ মানুষকে দিয়ে যাই আসুন। অন্ধ মানুষটি তার প্রিয় মাকে দেখুক আমাদের চোখে। মৃত্যুর পরেও মানুষের উপকার করার সবচেয়ে সহজতম উপায় হলো মরণোত্তর চক্ষুদান। আপনার মা-বাবা-ভাই-বোন-স্বামী-স্ত্রী-সন্তান (১৮ বছরের ওপর) যে কোনো একজন অভিভাবকের অনুমতি নিয়ে ঘরে বসে মরণোত্তর চক্ষুদানের রেজিস্ট্রেশন করে ফেলুন-www.EyeDonationBD.com। যুক্ত হয়ে নিন চক্ষুদানের ফেইসবুক গ্রুপে-https://www.facebook.com/groups/chokkhudaan