
বলিউডে আসছেন সালমান খানের ভাগনি
মার্চ ২৪, ২০২১অভিনেতা সালমান খানের পরিবারের আরো এক সদস্য পা রাখতে চলেছেন বলিউডে। নাম তার আলিজে অগ্নিহোত্রি। তিনি ‘ভাইজানের’ ভাগনি।
সালমানের বোন আলভিরা খান এবং অতুল অগ্নিহোত্রির কন্যা আলিজে। আলিজের বাবা অতুলও অভিনেতা এবং পরিচালক। সালমানের সঙ্গে একাধিক কাজও করেছেন তিনি।
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সুরজ বরজাতিয়ার ছেলে অবনীশ বরজাতিয়ার ছবিতে দেখা যাবে আলিজেকে। তার নায়ক হিসেবে অভিনয় করতে পারেন সানি দেওলের পুত্র রাজবীর। তবে আনুষ্ঠানিক ভাবে এখনো কিছু ঘোষণা হয়নি।
জানা গেছে, রোমান্টিক কমেডি’ ঘরানার ছবি করবেন অবনীশ। অয়ন মুখোপাধ্যায়ের ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র ধাঁচের গল্পে হতে পারে ছবিটি।
এর আগে সালমানের ‘দাবাং-৩’ ছবির মাধ্যমে আলিজের বলিউডে আত্মপ্রকাশের খবর বেরিয়েছিলো। পরে অবশ্য সেই খবরের সত্যতা মেলেনি।