
ফেরদৌসকে দিয়ে শুরু পূর্ণিমার আলো
মার্চ ৮, ২০২১চিত্রনায়িকা পূর্ণিমা অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও নিয়মিত হচ্ছেন। এর আগে ‘এবং পূর্ণিমা’ নামে আরটিভিতে একটি অনুষ্ঠান উপস্থাপনা করে সারা ফেলেন তিনি। এবার দেশটিভিতে ‘পূর্ণিমার আলো’ নামে নতুন একটি অনুষ্ঠান উপস্থাপনা শুরু করছেন।
জানা গেছ, এই অনুষ্ঠানটি রেকর্ডিংয়ের কাজ শুরু হয়েছে। এতে প্রথম পর্বের অতিথি হিসাবে শুটিংয়ে অংশ নিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।
অনুষ্ঠান প্রসঙ্গে পূর্ণিমা বলেন, প্রথম পর্বেই আমার বন্ধু ফেরদৌসকে পেয়েছি। এটি নিঃসন্দেহে অনেক ভালোলাগার বিষয়। কারণ চলচ্চিত্রাঙ্গনে ফেরদৌসই আমার সবচেয়ে ভালো বন্ধু। এ অনুষ্ঠানে আমাদের আলোচনায় নতুন কিছু উঠে আসবে, যা আগে দর্শক জানতেন না। আশা করছি ভালো কিছু হবে।
ফেরদৌস বলেন, চলচ্চিত্রে আমার সবচেয়ে ভালো বন্ধু পূর্ণিমা। তার অনুষ্ঠানে প্রথম অতিথি হিসাবে উপস্থিত থাকতে পারা অবশ্যই সম্মানজনক। নায়িকা হিসাবে তো পূর্ণিমা অসাধারণ, এ কথা নতুন করে বলার কিছু নেই। উপস্থাপক হিসাবেও পূর্ণিমা অনবদ্য। তার অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথি হিসাবে উপস্থিত থাকতে পেরে ভীষণ ভালো লেগেছে।
চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানটি আগামী রোজার মাসেই দেশটিভিতে প্রচারে আসবে বলে।