
ফাঁদ পেতে কোটি টাকা হাতানোর অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার
মার্চ ১১, ২০২১মডেল ও অভিনেত্রী রোমানা স্বর্ণাকে ফাঁদ পেতে এক সৌদি প্রবাসীর কাছ থেকে কোটি টাকাও বেশি অর্থ হাতিয়ে নেওয়ার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মার্চ) তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
গণমাধ্যমকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
মডেল-অভিনেত্রী রোমানা স্বর্ণা। মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু হলেও মূলত টিভি পর্দায় অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেত্রী। পাশাপাশি তিনি অভিনয় করেছেন চলচ্চিত্রেও।