
নিষিদ্ধ হলেন গওহর খান
মার্চ ১৮, ২০২১করোনা বিধি লঙ্ঘনের অভিযোগে গওহর খানকে নিষিদ্ধ করলো ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লইজ। আপাতত ২ মাসের জন্য অভিনেত্রীর উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারপরেও গওহর কাজ করতে পারবেন কিনা, সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
কোভিড-১৯ পজিটিভ হওয়া সত্ত্বেও শুটিংয়ে গিয়েছিলেন গওহর খান। মুম্বাইয়ের ওশিয়াড়া থানায় অভিনেত্রীর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছিল বৃহন্মুম্বাই পৌরসভার (বিএমসি) পক্ষ থেকে।
এ অভিযোগে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লইজ-এর নোটিশে জানানো হয়েছে, করোনা আক্রান্ত হয়ে শুটিং করে অভিনেত্রী দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। তার সঙ্গে শুটিং করা ক্রু মেম্বারদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন।
এই বিষয়টি একেবারেই বরদাস্ত করা হবে না। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ফেডারেশনের সমস্ত সদস্যদের গওহর খানের সঙ্গে কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে।