
নতুন সুখবর দিলেন অপু
মার্চ ৮, ২০২১ভক্তদের জন্য নিয়ে সুখবর দিলেন অপু বিশ্বাস। ৭ মার্চ ফেসবুক লাইভে এসে অপু বিশ্বাস ঘোষণা দেন প্রতি মাসে দুইবার করে লাইভে এসে ভক্তদের সঙ্গে আড্ডা দেবেন তিনি।
অপু বিশ্বাস বলেন, প্রথমবারের মতো আমার পেইজ থেকে লাইভে এলাম। আমি চাই দর্শকদের সঙ্গে সব সময় সঙ্গে থাকি। মাঝে মাঝেই দর্শকদের সঙ্গে লাইভে আসবো। অন্তত প্রতি মাসে দুইবার করে আমার পেইজ থেকে লাইভে আসবো।
তিনি আরো বলেন, আমার পরিবার মূলত দর্শক আর আমার ছেলেকে নিয়ে। ফলে দর্শকদের নিয়ে সব সময় আমার ভাবনা কাজ করে।
এদিকে প্রায় তিন বছরের দীর্ঘ বিরতি শেষে আবারো দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন অপু বিশ্বাস। তবে বাংলাদেশি কোনো চলচ্চিত্র দিয়ে নয়, অপু ফিরছেন কলকাতার চলচ্চিত্র দিয়ে।
শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে অপু বিশ্বাস অভিনীত কলকাতার প্রথম সিনেমা ‘শর্টকাট’। সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্পে এটি পরিচালনা করেছেন সুবীর মন্ডল।
সবশেষ ২০১৮ সালে মুক্তি পায় অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘পাংকু জামাই’। সবকিছু ঠিকঠাক থাকলে ‘শর্টকাট’ সিনেমাটি দিয়েই দর্শকদের কাছে ফিরবেন অপু। কলকাতার পাশাপাশি সাফটা চুক্তির আওতায় সিনেমাটি বাংলাদেশেও মুক্তি পাবে।