
তাহসানের বার্তায় রীতিমত হইচই
মার্চ ১০, ২০২১সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সক্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। এই মাধ্যমটি ব্যবহার করে ভক্তদের নিয়মিত আপডেট দেন তিনি।
মঙ্গলবার (৯ মার্চ) রাতে এক লাইনে একটি স্ট্যাটাস দিয়েছেন তাহসান। তাতে মাত্র পাঁচ শব্দে তিনি লিখেছেন, ‘স্টিল আই বিলিভ ইন ইউ’।
এতেই রীতিমত হইচই শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। ভক্তদের মনে প্রশ্ন, কার উদ্দেশ্যে তাহসানের এমন বার্তা?
এমন স্ট্যাটাসের কারণ খুঁজে চলেছেন ভক্তরা। স্ট্যাটাসটির মন্তব্যের ঘরে অনেকে লিখেছেন, এটা তাহসানের নতুন গানের কথা, আবার কেউ কেউ মনে করছেন, তাহসান তার সাবেক স্ত্রী মিথিলাকে উদ্দেশ করে কথাটি লিখেছেন!
আবার অনেকে লিখেছেন- দেশের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের প্রচারণার অংশ হিসেবে এই স্ট্যাটাস দিয়েছেন তাহসান।