
গল্পভিত্তিক কাজ করছেন মৌটুসী বিশ্বাস
মার্চ ১৯, ২০২১
মডেল-অভিনেত্রী মৌটুসী বিশ্বাস আগের চেয়ে অভিনয় কমিয়ে দিয়েছেন। সংখ্যা না বাড়িয়ে বেছে বেছে, গল্পভিত্তিক কাজ করছেন তিনি।
মৌটুসী বিশ্বাস সম্প্রতি শেষ করেছেন ‘মায়া’ নামের একটি খণ্ড নাটক। শুক্রবার (১৯ মার্চ) নাটকটি বৈশাখী টেলিভিশনে রাত ৮:৩০ মিনিটে প্রচার হবে।
এটি রচনা ও পরিচালনা করেছেন হাসান মোরশেদ। এতে মৌটুসী ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মাজনুন মিজানসহ অনেকে।
একুশে টেলিভিশনের ‘অ্যাডভেঞ্চার বাংলাদেশ’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে মিডিয়ায় তার পথচলা শুরু মৌটুসী বিশ্বাসের। এরপরই মোস্তফা সরয়ার ফারুকীর ‘একান্নবর্তী’ ধারাবাহিক নাটকে অভিনয় করেন। পাশাপাশি অভিনয় করেছেন ‘ব্যাচেলর’ সিনেমায়।