
কনসার্টে যাওয়ার পথে প্রাণ গেলো দুই মিউজিশিয়ানের
মার্চ ১৩, ২০২১কক্সবাজারে কনসার্টে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালপন দুই মিউজিশিয়ান। তারা হলেন প্যাড ও পার্কাসন বাদক হানিফ আহমেদ এবং প্যাড বাদক পার্থ গুহ। এ খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হানিফের বড় ভাই মিউজিশিয়ান মানিক আহমেদ।
শনিবার (১৩ মার্চ) ভোর ৫টার দিকে শো করতে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরাই এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা লরি তাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মারাত্মক আহত হন মাইক্রোবাসে থাকা তরুণ গায়িকা বিউটি খানসহ অন্যরা।
কিবোর্ড বাদক আসাদ জানিয়েছেন, ঘটনাস্থলেই প্রাণ হারান পার্থ গুহ। দুর্ঘটনায় আহত সবাইকে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার হানিফকেও মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, গাড়িতে থাকা তরুণ সংগীতশিল্পী বিউটি খান, নন্দন, রাহাত, পাপ্পু এবং তাওহীদও মারাত্মক আহত হয়েছেন। তাদের মধ্যে বিউটি খানের অবস্থা বেশ আশঙ্কাজনক।