
‘কনট্রাক্ট’ মুক্তি পাবে ১৮ মার্চ
মার্চ ৩, ২০২১মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা ‘বেগ বাস্টার্ড’ সিরিজের ‘কনট্রাক্ট’ উপন্যাস অবলম্বনে পলিটিক্যাল থ্রিলারধর্মী ছয় পর্বের ওয়েব সিরিজটির প্রথম সিজন নির্মাণ করেছেন তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।
তারকাবহুল সিরিজে অভিনয় করছেন আরিফিন শুভ, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, ইরেশ যাকের, শ্যামল মাওলা, রাফিয়াথ রশিদ মিথিলাসহ অনেকে।
এরই মধ্যে অন্তর্জালে ওয়েব সিরিজটি ঘিরে আগ্রহ সৃষ্টি হয়েছে দর্শকমনে। ভক্তরা জানতে চাচ্ছেন, শুভ-চঞ্চলদের ‘কনট্রাক্ট’ কবে আসছে? এবার জানা গেলো ভারতীয় ওয়েব প্ল্যাটফর্ম জি-ফাইভে এটি মুক্তি পাবে ১৮ মার্চ।
মঙ্গলবার প্রকাশ পেয়েছে ওয়েব সিরিজটির অফিসিয়াল পোস্টার। সঙ্গে ঘোষণা করা হয়েছে সিরিজটির মুক্তির তারিখ। সেখানে জানানো হয়, আসছে ১৮ মার্চ মুক্তি পেতে যাচ্ছে ‘কনট্রাক্ট’।
জানা গেছে, একজন পুলিশ, সিরিয়াল খুনি ও আন্ডারওয়ার্ল্ডের এক ডনের ওপর ওয়েব সিরিজটির কাহিনী আবর্তিত হবে। গত বছরের ১ ডিসেম্বর সিরিজটির দৃশ্যধারণের কাজ শুরু হয়।