
কঠিন সময়ে নুসরাত
মার্চ ১, ২০২১কলকাতার জনপ্রিয় ও নায়িকা নুসরাত জাহান ব্যক্তিগত জীবনে খুব খারাপ সময় কাটাচ্ছেন। শিগগিরই আসছে বিধানসভা নির্বাচন।
ফলে তৃণমূলের হয়ে মাঠ ধরে রাখার পাশাপাশি শোবিজ দুনিয়া থেকে নিজেকে বিরতি দেওয়ার সুযোগ নেই।
এর মধ্যেই সম্প্রতি এক ফ্যাশন ইভেন্টে হাজির হয়েছিলেন নুসরাত। সেখানে রুপালি লেহেঙ্গা চোলিতে ঝলমল করলেন এই অভিনেত্রী। গলায় হীরার হার, চুল সাইড পার্ট করে খোলা রেখেছিলেন নুসরাত।
সেদিন ভারতীয় পোশাকেও একদম আবেদনময়ী হয়ে ধরা দেন নুসরাত। এতেই চটেছেন নেটিজেনরা। নুসরাতের এই ফটো সেশনের ছবিতে একাধিক নেগেটিভ কমেন্ট উপচে পড়ল।
আক্রমণকারীরা ঠোঁট নিয়ে খোঁচা দিলেন নায়িকাকে। সরাসরি লিখলেন ‘ঠোঁটের সার্জারি করে একদম বিশ্রী দেখাচ্ছে’। কেউ আবার তার পোশাককে কুরুচিকর মন্তব্য করেছেন।