
ঋতুপর্ণার প্রথম
মার্চ ৫, ২০২১কলকাতার তুমুল জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার কড়া পুলিশ অফিসার-এর ভূমিকায় দেখা যাবে তাকে। ছবির নাম বিদ্রোহিনী।
জানা গেছে, এই ছবিতে রাফ অ্যান্ড টাফ অ্যাকশন করতে দেখা যাবে ঋতুপর্ণাকে। তিনি ছাড়াও ছবিতে রয়েছেন গৌতম মুখোপাধ্যায়, জয় ভট্টাচার্য, বিদিশা চৌধুরি ও আরও অনেকে।
বিদ্রোহিনী ছবিতে ঋতুপর্ণার চরিত্রের নাম কিরণ। নারীদের বিরুদ্ধে হওয়া অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় কিরণ।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, অঞ্জন চৌধুরির ছেলে সন্দীপ চৌধুরির এটাই প্রথম পরিচালিত ছবি। বিদ্রোহিনী একটি থ্রিলার ধর্মী ছবি।
এই প্রথম পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন ঋতুপর্ণা। ইরস নাও -এ স্ট্রিম করবে এই ছবি।