
ইতিহাস গড়লেন বিয়ন্সে ও টেইলর সুইফট
মার্চ ১৫, ২০২১যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে রবিবার বসেছিলো বিশ্বসংগীতের সবচেয়ে বড় পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৩ তম আসর। বিয়ন্সে ও টেইলর সুইফট ইতিহাস রচনা করেছেন এবারের গ্র্যামির আসরে। প্রথম চারটি পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন চারজন নারী।
এবার সহ মোট তিনবার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জয় করা প্রথম নারী হিসেবে ইতিহাস গড়লেন টেইলর সুইফট। আর ২৮ তম পুরস্কার জয় করে সবচেয়ে বেশি গ্র্যামি জয়ী নারীর খেতাব অর্জন করলেন বিয়ন্সে।
‘হার’ গানটি জিতে নিয়েছে ‘সং অব দ্য ইয়ার’ পুরস্কার। বিলি আইলিশ জিতেছেন ‘রেকর্ড অব দ্য ইয়ার’ পুরস্কার। গত বছর আইলিশ একাই জিতে নিয়েছিলেন প্রথম সারির চারটি পুরস্কার। তবে এইবার চারজন ভিন্ন নারী প্রথম চারটি পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন।
লস অ্যাঞ্জেলস কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল গ্র্যামি অ্যাওয়ার্ডের এবারের আসর। এটি উপস্থাপনা করেছেন ট্রেভর নোয়াহ।