
অবহেলিত কিশোরী ভাবনা
মার্চ ৫, ২০২১প্রথমবারের মতো বিটিভির ধারাবাহিকে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এটি পুরনো খবর। নতুন খবর হচ্ছে ‘এখানে কেউ থাকে না’ শিরোনামের ধারাবাহিক নাটকে তাকে দেখা যাবে এক অবহেলিত কিশোরীর চরিত্রে।
ধারাবাহিকটি পরিচালনা করছেন অনিমেষ আইচ। গত ২৬ ফেব্রুয়ারি থেকে নাটকটির শুটিং করছেন ভাবনা।
এই নাটকে অভিনয়ের জন্য ভাবনা শুকাচ্ছেন, চুল করেছেন ছোট। সবমিলিয়ে নতুন একটা লুকে দেখা যাবে তাকে। ভাবনা জানিয়েছেন, অতিলৌকিক গল্পের এই ধারাবাহিকে তার চরিত্রের নাম ‘অর্পিতা’।
ক্যাপশনে লেখেন, আমি অভিনেত্রী হয়ে জন্মাইনি, তবে আমার জন্মটা অবশ্যই নাটকীয় ছিলো।
ভাবনা আরো জানান, সিরিয়ালটির গল্প লিখেছেন বিটিভির মহাপরিচালক হারুণ অর রশীদ। এতে আরো অভিনয় করছেন অরুণা বিশ্বাস, রওনক হাসান প্রমুখ।