
অপুর ছবি মুক্তি পাচ্ছে ৩ বছর পর
মার্চ ১, ২০২১তিন বছর পর বড়পর্দায় ফিরছে ঢালিউড কুইন অপু বিশ্বাসের। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার কলকাতার প্রথম সিনেমা ‘শর্টকাট’। জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্পে এটি পরিচালনা করেছেন সুবীর মন্ডল।
অপু বিশ্বাস বলেন, ২০১৮ সালে মুক্তি পায় ‘পাংকু জামাই’। এরপর লম্বা বিরতি। সবকিছু ঠিকঠাক থাকলে এ সিনেমাটি দিয়েই আবারো দর্শকদের কাছে ফিরবো।
তিনি আরো বলেন, সম্প্রতি কলকাতায় গিয়ে সিনেমার ডাবিং করে এসেছি। শিগগিরই সিনেমাটির মুক্তির দিন ঘোষণা করা হবে।
কলকাতার পাশাপাশি শর্টকাট বাংলাদেশেও মুক্তি পাবে বলে জানান পরিচালক। সাফটা চুক্তির আওতায় সিনেমাটি এ দেশে মুক্তি দেওয়া হবে।
শর্টকাট-এ কলকাতার গৌরব চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন অপু বিশ্বাস। শর্টকাট ছাড়াও অপু বিশ্বাসের আরো দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘প্রিয় কমলা ও শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু সিনেমাটি দুটিও এ বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে।