
৬০০ পর্বে ‘মান অভিমান’
ফেব্রুয়ারি ১৭, ২০২১দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মান অভিমান’ ৬০০ পর্বের মাইল ফলক স্পর্শ করেছে। ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় মান অভিমান নাটকটির ৬০০তম পর্ব দীপ্ত টিভিতে প্রচারিত হবে। এতো পথ অতিক্রম করেও ধারাবাহিকটি দর্শকপ্রিয়তায় শীর্ষস্থানটি ধরে রেখেছে।
বিখ্যাত লেখক জেন অস্টেনের জনপ্রিয় উপন্যাস ‘প্রাইড এন্ড প্রেজুডিস’-এর অনুপ্রেরণায় মান অভিমান নাটকটির চিত্রনাট্য করেছেন নাসিমুল হাসান এবং সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত। আশিস রায়ের পরিচালনায় ২০১৯ সালের ৫ জানুয়ারি নাটকটি দীপ্ত টিভিতে প্রথম প্রচার শুরু হয়।
নাটকটি শুরু থেকেই নাটকপ্রেমীদের মাঝে তুমুল জনপ্রিয়তা অর্জন করে এবং এখন পর্যন্ত জনপ্রিয়তা ধরে রেখেছে। মান অভিমান নাটকটি প্রতিদিন সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে।
নাটকের লাইন প্রোডিউসার জাহিদুল ইসলাম জাহিদ ৬০০ পর্বের দীর্ঘ যাত্রায় সঙ্গে থাকার জন্য শিল্পী, কলাকুশলী ও দর্শকদের ধন্যবাদ জানান।
মান অভিমান নাটকে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, সানজিদা ইসলাম, শিবলী নওমান, কাজী রাজু, মিলি বাশার, ইমিলা হকসহ আরো অনেকে।