
হ্যারি-মেগানের ঘরে আসছে দ্বিতীয় সন্তান
ফেব্রুয়ারি ১৫, ২০২১এবার দ্বিতীয় সন্তান আগমনের খবর জানিয়েছেন প্রিন্স হ্যারি এবং আমেরিকান অভিনেত্রী মেগান মার্কেল। ভালোবাসা দিবসে সাদাকালো এক ছবিতে রঙিন খবরটি জানান এই তারকা দম্পতি।
সম্প্রতি খবরটি প্রকাশ করেন হ্যারি ও মেগানের দীর্ঘকালের বন্ধু মিসান হারিমান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি পোস্ট করে হারিমান ক্যাপশনে লেখেন, তোমাদের সম্পর্কের শুরু থেকে আমি ছিলাম। অত্যন্ত অনন্দের এই সংবাদটি দিতে পেরে আমি খুব উচ্ছ্বসিত। এই ছবিটি তুলতে পেরেও আমি নিজেকে অনেক সম্মানিত বোধ করছি।
তিনি আরো লেখেন, আনন্দে কাটুক তোমাদের সারাজীবন। আবারো আনন্দদায়ক সংবাদটির জন্য ডিউক অ্যান্ড ডাচেস অফ সাসেক্সকে অভিনন্দন।
এর আগে ২০১৯ সালের ৬ মে ব্রিটিশ রাজপরিবারের এই দম্পতির ঘর আলোকিত করে আসে তাদের প্রথম সন্তান আর্কি মাউন্টব্যাটেন।