
সালমান খানকে বিয়ে করতে ভারতে ছুটে এসেছিলেন সোমি
ফেব্রুয়ারি ১১, ২০২১বলিউড সুপারস্টার সালমান খানকে বিয়ে করতে নিজ দেশ ছেড়ে ভারতের মুম্বাইয়ে ছুটে যান অভিনেত্রী সোমি আলী। তখন তার বয়স মাত্র ১৬ বছর। সম্প্রতি কৈশোরের এমন পাগলামির কথা এক সাক্ষাৎকারে জানিয়েছেন সোমি আলী। এ ছাড়া পরিবারকে ম্যানেজ করে তিনি কখনো সিনেমায় ক্যারিয়ার গড়তে চাননি বলেও জানান পাকিস্তানের এই তারকা।
সোমি আলী বলেন, ১৯৯১ সালে আমার বয়স ছিল ১৬ বছর। তখন ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমাটি দেখে মনে মনে আমি সালমানকে বিয়ে করার সিদ্ধান্ত নেই। তখন আমি আমার মাকে বলি, আগামীকাল আমি ভারত যাচ্ছি। তিনি তখন আমাকে ঘরে আটকে রাখেন। কিন্তু আমি মনে মনে স্থির করে ফেললাম, আমাকে ভারতে যেতেই হবে এবং সালমান খানকে বিয়ে করতে হবে।
তিনি আরো জানান, এরপর সোমি তার বাবাকে মানিয়ে মুম্বাইয়ে এক আত্মীয়ের বাসায় ওঠেন। তবে তখনো সিনেমা ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়বেন সেটা ভাবেননি। মুম্বাই গিয়ে মডেলিংয়ে নিজের অবস্থান শক্ত হওয়ার পর অভিনয় শুরু করেন সোমি।
তিনি আরো জানান, সে সময় সালমানের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। গুঞ্জন রয়েছে, তখন থেকে টানা আট বছর সালমানের সঙ্গে এই অভিনেত্রী প্রেম করেন। তাদের সম্পর্কের ইতি ঘটলে ঐশ্বরিয়ার সঙ্গে সালমানের প্রেমের গুঞ্জন শোনা যায়।