
সালওয়ার সুসময়
ফেব্রুয়ারি ১৯, ২০২১নিশাত নাওয়ার সালওয়া। সদ্য শেষ করলেন ‘এই তুমি সেই তুমি’ ছবির। এতে অরনী চরিত্রে অভিনয় করেছেন সালওয়া। এটি পরিচালনা করেছেন অভিনেত্রী কবরী।
আর এই ছবির শুটিং শেষ হতে না হতেই আরেকটি ছবির সঙ্গে যুক্ত হওয়ার খবর দিলেন সালওয়া। ‘প্রিয়া রে’ নামের ছবিতে যুক্তি হয়েছেন তিনি।
সালওয়া বলেন, এই ছবির গল্প শুনেছি। আমার চরিত্রটিও পছন্দ হয়েছে। কাজের ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত। কিছুদিনের মধ্যেই চুক্তিবদ্ধ হব। ছবির পরিচালক অন্য কাজে একটু ব্যস্ত। তা না হলে আরও আগেই চুক্তি হয়ে যেত।
‘প্রিয়া রে’পরিচালনা করবেন পুজন মজুমদার। এটি তার প্রথম কাজ। এ মাসের শেষ দিকে ‘বুবুজান’ নামের আরেকটি ছবির কাজ শুরু করবেন সালওয়া। এই ছবিতে তার নায়ক শান্ত খান।
সালওয়া অভিনীত প্রথম ছবি ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ মুক্তির অপেক্ষায়। ছবিটি সেন্সরে জমা দেওয়ার প্রস্তুতি চলছে। এ ছবিতে সালওয়ার বিপরীতে দেখা যাবে আদরকে।