
শিল্পার জীবনে নতুন ঢেউ
ফেব্রুয়ারি ২৬, ২০২১সম্প্রতি বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি বর্তমানে স্বামী রাজ কুন্দ্রাকে নিয়ে মালদ্বীপে ছুটি কাটান। পরিবারের সঙ্গে সমুদ্রপাড়ে ছুটি কাটানোর মুহূর্তগুলো ছবি ও ভিডিওর মাধ্যমে নিজের ইনস্টাগ্রাম আইডিতে শেয়ার করেন শিল্পা ।
ইনস্টাগ্রাম আইডিতে শেয়ার করা ছবিতে তাকে বালুর মধ্যে রোদের আলো উপভোগ করতে দেখা যায়। বলিউডের এই অভিনেত্রীকে সমুদ্রপাড়ে চিতা প্রিন্টের বিকিনি ও চোখে সানগ্লাস দিয়ে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে দেখা যায়। ছবিটি শেয়ার করে ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন, জীবনে আসছে নতুন ঢেউ।
এদিকে, দীর্ঘদিন বিরতির পর শিল্পা শেঠিকে আবারো সিনেমার পর্দায় দেখা যাবে। খুব শিগগিরই নিজের নতুন সিনেমা ‘নিকাম্মা’ শুটিং শুরু করবে শিল্পা।
এই সিনেমায় শিল্পা ছাড়াও আরো অভিনয় করতে দেখা যাবে অভিমান্যু দাশানি ও শার্লেভ সেতিয়াকে। সিনেমাটি পরিচালনা করবেন জনপ্রিয় পরিচালক সাব্বির খান।