
শিগগিরই খুঁজে পাওয়া যাবে শুভকে
ফেব্রুয়ারি ১৭, ২০২১মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা বেগ বাস্টার্ড সিরিজের কন্ট্রাক্ট উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে প্রচারিত হবে এটি। পলিটিক্যাল থ্রিলারধর্মী এ সিরিজটি প্রথম সিজন হবে ছয় পর্বের।
একজন পুলিশ, সিরিয়াল খুনি ও আন্ডারওয়ার্ল্ডের এক ডনের ওপর ওয়েব সিরিজটির কাহিনী আবর্তিত হয়েছে। ওয়েব সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।
এদিকে আরিফিন শুভ ওয়েব সিরিজটির একটি পোস্টার প্রকাশ করেছেন ফেসবুকে। পোস্টারের ক্যাপশনে জানালেন, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। শিগগিরই তাকে খুঁজে যাওয়া যাবে জি ফাইভে।
তারকাবহুল সিরিজে আরিফিন শুভ ছাড়াও আরো অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, ইরেশ যাকেরসহ অনেকে।