
মার্চেই মুক্তি পাচ্ছে বাংলা ভাষায় নির্মিত প্রথম থ্রিডি চলচ্চিত্র
ফেব্রুয়ারি ২৭, ২০২১বাংলা ভাষায় নির্মিত প্রথম থ্রিডি চলচ্চিত্র ‘অলাতচক্র’ মুক্তি পাচ্ছে আগামী ১৯ মার্চ। সরকারি অনুদানের নির্মিত সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক হাবিবুর রহমান। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।
ছবিটির নির্মাতা এই সিনেমার টিজার শেয়ার করে ফেসবুকে লিখেছেন, শুভমুক্তি ১৯ মার্চ, ২০২১।
‘অলাতচক্র’ উপন্যাসে দানিয়েলের জবানিতে নিজেকেই তুলে ধরেছেন লেখক আহমদ ছফা। নিজের প্রেমিকারূপে সৃষ্টি করেছেন তায়েবা চরিত্রটি। যে চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর দানিয়েল চরিত্রে আছেন আহমেদ রুবেল।
সিনেমায় জয়া-রুবেল ছাড়াও অন্যান্য চরিত্রে আছেন মাহতাব হাসান, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী, সৈয়দ মোশাররফসহ অনেকে।