
বিজেপি টাকা দিয়ে মিছিলে লোক আনছে দাবি নুসরাতের
ফেব্রুয়ারি ২৪, ২০২১পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূল একেবারে মুখোমুখি অবস্থানে। একের পর এক অভিযোগ পাল্টা অভিযোগে চলছে রাজনীতি। এই পরিস্থিতিতে ফের নতুন করে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন বসিহাটের সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান।
কার জনসভায় কত লোক, সেই নিয়ে তরজা নতুন কিছু নয়। কিন্তু সেই জনসভায় মানুষজন কেন আসছেন বা এত মানুষের ভিড় কী করে হচ্ছে, বিজেপিকে তোপ দেগে তার প্রমাণস্বরূপ একটি ভিডিও শেয়ার করেছেন নুসরাত জাহান।গেরুয়া শিবিরের বিরুদ্ধে টাকা দিয়ে জনসাধারণকে মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন বসিরহাটের সাংসদ।
এক ভিডিওটিতে দেখা যায়, বিজেপির মিছিলে যাওয়ার জন্য এক ব্যক্তিকে দলের তরফে তিনশো টাকা দেওয়ার প্রলোভন দেওয়া হয়েছিল। কিন্তু সেই টাকা নিতে তিনি অস্বীকার করেছেন বলে দাবি করেন। পাশাপাশি জানিয়েছেন, এমন অনেককেই টাকা দিয়ে মিছিলে নিয়ে গিয়েছিল বিজেপির কর্মী-সমর্থকরা।
আর সেই ভিডিওটি শেয়ার করেই গেরুয়া শিবিরকে তুলোধোনা করেছেন নুসরাত জাহান।