
বিজেপিতে যোগ দিচ্ছেন যশ?
ফেব্রুয়ারি ১৭, ২০২১২০২১ সালের নির্বাচনের আগে টালিউড পাড়া বেশ উত্তাল। শোনা যাচ্ছে এবার অভিনেতা যশ দাশগুপ্ত বিজেপিতে যোগ দিচ্ছেন।
ভারতীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়, আজ বুধবারই বিজেপিতে যোগ দেবেন অভিনেতা যশ। বিকেল চারটে নাগাদ সাংবাদিক বৈঠক করে সেকথা জানানো হবে। বৈঠকে উপস্থিত থাকবেন কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়।
জানা গেছে, টালিউডের আরও কিছু অভিনেতা এদিনই বিজেপিতে যোগ দিতে পারেন। এছাড়া বর্ষীয়ান অভিনেত্রী পাপিয়া অধিকারীও আজই বিজেপিতে যোগ দিতে পারেন।
ওপার বাংলার টেলিভিশনের মাধ্যমে নিজের অভিনয় সফর শুরু করেছিলেন যশ। তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের অরণ্য চরিত্রে। বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে টালিউডে ডেবিউ করেন অভিনেতা। গত বছর আবার মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানের সঙ্গে ‘SOS কলকাতা’ ছবিতে অভিনয় করেন। তারপর থেকেই নুসরাতের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন নিয়ে সরগরম টালিপাড়া।
আর কিছুদিন আগে আবার ‘ডিকশনারি’র প্রিমিয়ারেও একসঙ্গে দেখা যায় দুই তারকাকে। যদিও যশের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন নুসরাত। তবে দু’জনের বন্ধুত্ব বেশ গভীর বলেই দাবি করেন অনেকে।