
বিজেপিতে পায়েল
ফেব্রুয়ারি ২৫, ২০২১ভারতের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের অনেকেই যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পতাকা হাতে তুলে নিয়েছেন অভিনেত্রী পায়েল সরকার।
বিজেপি যোগদানের পর নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন পায়েল। ক্যাপশনে লিখেছেন, একটি নতুন যাত্রা।
নেটিজেনদের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তার পোস্টের কমেন্টস বক্সে। কেউ কেউ আবার কটাক্ষও করেছেন এ অভিনেত্রীকে।
২০০৪ সালে ‘শুধু তুমি’ সিনেমায় অভিনয় করে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেছিলেন পায়েল। এরপর প্রায় ২৫টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
এর আগে রুদ্রনীল ঘোষ, যশ দাশগুপ্ত বিজেপিতে যোগ দিয়েছেন। অন্যদিকে, গতকালই তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা ব্যানার্জির দলে যোগ দিয়েছেন সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, সৌরভ দাস।