
ফের ঢাকাই ছবিতে ঋতুপর্ণা
ফেব্রুয়ারি ২৮, ২০২১কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বেশ কিছু ঢাকাই সিনেমায় অভিনয় শুরু করেন। সবশেষ অভিনেতা চিত্রনায়ক আলমগীরের ‘একটি সিনেমার গল্প’ ছবিতে দেখা গেছে তাকে। এবার শাপলা মিডিয়ার নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন।
শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ঋতুপর্ণার সঙ্গে নতুন ছবির বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। আলোচনা ইতিবাচক, আশা করি চুক্তি সেরে শিগগিরই ছবির কাজ শুরু করতে পারবো।
তিনি আরো জানান, ছবিটি নির্মাণ করবেন শামীম আহমেদ রনী। এর চিত্রনাট্য লিখেছেন নির্মাতা ছটকু আহমেদ। তবে ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি।
ছবিতে ঋতুপর্ণার সহশিল্পী কে থাকবেন? এমন প্রশ্নের জবাবে সেলিম খান বলেন, ঋতুপর্ণার বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো ঠিক হয়নি। অনেকের কথাই ভাবছি, দেখা যাক কি হয়। এমনকি ছবির নামও ফাইনাল করিনি। চিত্রনাট্যটি শেষ হতে হতেই এগুলো চূড়ান্ত করা হবে।