
ফিরছেন বুবলি, সঙ্গী নিরব
ফেব্রুয়ারি ১৬, ২০২১প্রায় বছর খানেক পর নুতন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা বুবলি। ‘চোখ’ নামের এই ছবিতে বুবলির নায়ক এ সময়ের ব্যস্ত নায়ক নিরব।
‘ক্যাসিনো’র পরিচালক আসিফ ইকবাল জুয়েলই নতুন ছবিটিও নির্মাণ করবেন। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত হতে যাওয়া এই ছবির চিত্রনাট্য করেছেন অনামিকা মন্ডল।
ছবির পরিচালক জানান, সিনেমাটি থ্রিলার গল্পে নির্মিত হবে। চলতি ফেব্রুয়ারিতে এর শুটিং শুরু হবে। নিরব-বুবলি ছাড়াও সিনেমাটিতে থাকবেন চিত্রনায়ক রোশান এবং অভিনেতা শহীদুজ্জামান সেলিম।
নতুন ছবি প্রসঙ্গে নিরব বলেন, ‘চোখ’-এর গল্প এগোবে আমার চরিত্রকে কেন্দ্র করে। তার চোখ অন্ধ থাকে। সে কীভাবে দৃষ্টি ফিরে পায় এবং এরপর কী কী ঘটে সেসবই ছবিটির গল্প।
‘চোখ’ সিনেমার মাধ্যমে এক বছর পর সিনেমায় ফিরলেন বুবলি। তিনি বলেন, ‘চোখ’র কনসেপ্ট শুনে মুগ্ধ হই। যেখানে আমাকে পুরোপুরিভাবে ওয়েস্টার্ন ও কর্পোরেট টাইপের গেটআপে পাওয়া যাবে।
এর আগেও ‘ক্যাসিনো’ সিনেমাতে চিত্রনায়ক নিরবের সঙ্গে জুটি বাঁধেন শবনম বুবলি।