
প্রেম ভাঙছে সুস্মিতার
ফেব্রুয়ারি ১২, ২০২১বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের প্রেম ভাঙার গুঞ্জন শোনা যাচ্ছে। প্রেম রোহমান শোলের সঙ্গে বিচ্ছেদের সুর প্রাক্তন মিস ইউনিভার্সের পোস্টে ফুটে উঠল।
ইনস্টাগ্রামে অভিনেত্রী লিখেছেন, সমস্যাটা হলো মেয়েরা সবসময় ভাবে ছেলেটা নিজেকে পাল্টে নেবে, তা হয় না। আর ছেলেরা যে ভুলটা সবসময় করে তা হল তারা ভাবে মেয়েটি কখনও তাকে ছাড়তে পারবে না, মেয়েরাও ছাড়তে পারে।
আর সেই পোস্টের ক্যাপশনে আবার ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়ে সুস্মিতা লিখেছেন, গল্পের সারমর্ম হল ছেলে পারে না, মেয়ে পারে।
এদিকে সুস্মিতার এমন পোস্টের পরই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। তাহলে কী প্রেমিক রোহমান শোলের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক ভেঙ্গে গেলো?
উল্লেখ্য, ২০১৮ সালে নিজের চেয়ে প্রায় ১৫ বছরের ছোট রোহমানের সঙ্গে সম্পর্ক তৈরি হয় সুস্মিতার। নিজের সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপা করেননি অভিনেত্রী। সুস্মিতা ও রোহমানের ইনস্টাগ্রাম প্রোফাইলে এখনো দু’জনের সুন্দর মুহূর্তের ছবি ও ভিডিও রয়েছে।